Let's Make a Drone Course is done successfully by Think-ROBO

ড্রোন!!! আমরা সবাই এটা সম্পর্কে জানি। আমরা সবাই ড্রোন নিয়ে অনেক কৌতূহলীও বটে। অনেকেরই ইচ্ছা আছে ড্রোন বানানোর। কিন্তুু আবার এই ইচ্ছা থেকে পিছিয়ে যাই কই থেকে শিখবো? কে শিখাবে? ইত্যাদি নানা ধরনের সমস্যার কারণে।আর তাদের জন্যই Think-ROBO আয়োজন করেছে বেসিক ড্রোন মেকিং কোর্স 'Let's make a drone'  কোর্সটি পরিচালনা করে টি.এম. আল আনাম। ৯ নভেম্বর সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত টানা ৭ ঘন্টা কোর্সটি অনুষ্ঠিত হয়। কোর্সটিতে অংশগ্রহণকারী সকলকে দুপুরের খাবার ও সার্টিফিকেট প্রদান করা হয়।











No comments

Theme images by fpm. Powered by Blogger.